ঘরের কাজে নতুন সঙ্গী হিসেবে রোবট ছিংলং

"ছিংলং রোবট কী কী কাজ করতে পারে? । রোবট ছিংলং!"

1 min read



চীনের শাংহাইতে মানুষের সমান আকৃতির একটি নতুন প্রযুক্তির হিউম্যানয়েড রোবট আত্মপ্রকাশ করেছে। ছিংলং নামের রোবটটি উন্মোচিত হয়েছে শাংহাইয়ের ২০২৪ ওয়ার্ল্ড এআই কনফারেন্সে। মানুষের মতো চলাফেরা ও কাজ করার দক্ষতা দেখিয়ে রোবটটি এরইমধ্যে নজর কেড়েছে সবার।

ছিংলং একটি ওপেন সোর্স রোবট। অর্থাৎ ব্যবহারকারী এটাকে নিজের মতো করে কোডিং করে কাজে লাগাতে পারবেন।

রোববার পর্যন্ত এটি প্রদর্শনীতে রাখা হবে। সেখানে একইসঙ্গে দেখানো হচ্ছে টেসলা ও মাইক্রোসফটের মতো টেক জায়ান্টসহ পাঁচ শতাধিক প্রযুক্তি প্রতিষ্ঠানের উদ্ভাবনী সব পণ্য।

১ দশমিক ৮২ মিটার লম্বা ও ৮০ কেজি ওজনের হিউম্যানয়েড রোবটটি হাঁটতে, দৌড়াতে, লাফাতে ও কিছু আঘাত সামলে নিতে পারে। রোবটটি এআই-চালিত। বিভিন্ন বস্তুর উপস্থিতি সহজেই সনাক্ত করতে পারে, জিনিসকে ঠিকঠাক রাখতেও পারে।

শাংহাইয়ের পুডং নিউ এরিয়ায় স্থানীয় সহযোগিতায় হিউম্যানয়েড রোবোটিক্স ইনোভেশন সেন্টার দ্বারা নির্মিত। সেন্টারটি উচ্চস্তরের গবেষণার পাশাপাশি রোবোটিক্স প্রশিক্ষণের গ্রাউন্ড হিসেবেও কাজ করছে। এখানেই নানা কাজের প্রশিক্ষণ পেয়েছে রোবট ছিংলং।

কেন্দ্রের গবেষণা ও উন্নয়ন পরিচালক সিং বয়াং বলেন, ‘গৃহস্থালির কাজ বা শিল্পে বুদ্ধিমত্তা খাটিয়ে উৎপাদনের কাজগুলোর জন্য একটি বড় মডেল অপারেটিং সিস্টেমের প্রয়োজন হয়। তাই ভবিষ্যতে চীনের অন্য কোম্পানিগুলো অত্যাধুনিক রোবট তৈরিতে ছিংলংয়ের তথ্য-উপাত্ত কাজে লাগাতে পারবে বলেও মনে করেন তিনি।

২০২৭ সালের মধ্যে, কেন্দ্রটি এক হাজার হিউম্যানয়েড রোবটের প্রশিক্ষণের ব্যবস্থা করবে বলে আশা করা হচ্ছে।





একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পোস্টসমূহ
সাম্প্রতিক পোস্টগুলি
Menu
Dark Theme
Share