গুলি-বোমার চেয়ে ক্ষুধায় বেশি মানুষের মৃত্যু গাজায়

0 min read

 


জাতিসংঘের খাদ্য অধিকারবিষয়ক বিশেষ দূত মাইকেল ফখরি বলেছেন, গাজা উপত্যকায় ইসরায়েলের নিক্ষিপ্ত গুলি ও বোমার চেয়ে পরিকল্পিত ক্ষুধা সঙ্কটে সেখানে বেশি মানুষ মারা যাচ্ছে।

মিডিল ইষ্ট টাইমস জানিয়েছে, এই মানবিক বিপর্যয়ের প্রভাব ফিলিস্তিনিদের ভবিষ্যৎ প্রজন্মের ওপর বহুবছর ধরে বিরাজ করবে বলে ধারণা করছেন মাইকেল ফখরি।

জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপিত এক প্রতিবেদনে ফখরি বলেন, গাজায় খাদ্য উৎপাদন এবং সরবরাহব্যবস্থাকে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করেছে ইসরায়েল।

বিষাক্ত পদার্থ ব্যবহার করে কৃষিজমি অনাবাদি করা, খেতখামার ধ্বংস এবং মাছ ধরার নৌযান ও বন্দরগুলোকে বিধ্বস্ত করা হয়েছে বলে জানান মাইকেল ফখরি।

এতে গাজার পুরো জনগোষ্ঠী মানবিক ত্রাণের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে বলে মনে করছেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন
Menu
Dark Theme
Share